সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

২৯ এপ্রিল ২০১৯, ১১:৫২ AM

© টিডিসি ফটো

২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়।  বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোমমাধ্যমে প্রচারণা চালিয়ে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান তারা। সেখানে বিক্ষোভ সমাবেশের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট স্মারকলিপি দিতে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে তারা, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই!’, ‘একটা ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’, ‘নিজ সমস্যার শেষ নাই, সাত কলেজ বাতিল চাই’, ‘আমাদের দাবি মানতে হবে, সাত কলেজ ছাড়তে হবে’, ‘সাত কলেজের ঠিকানা, ঢাবিতে হবে না’, ‘এক দফা এক দাবি, সাত কলেজ মুক্ত ঢাবি' ইত্যাদি স্লোগান দেন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬