ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

১৫ অক্টোবর ২০১৮, ০৯:৩২ AM
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের আবাসিক ভবনের ছাদ ধসে পড়ে

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের আবাসিক ভবনের ছাদ ধসে পড়ে

আজ ১৫ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস । ১৯৮৫ সালের এই বিশ্ববিদ্যারয়ের জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধসে পড়ে। এতে ছাত্র, কর্মচারী ও অতিথিসহ প্রাণ হারান ৩৯ জন প্রাণ। এরপর থেকেই প্রতিবছর দিনটি শোক দিবস হিসেবে ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল নিয়ে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন; অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের প্রার্থনা সভা এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ বিভিন্ন হলের মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত।

আরও পড়ুন: আমরা আর ‘অক্টোবর দুর্ঘটনা’ প্রত্যক্ষ করতে চাই না

এছাড়াও জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন, জগন্নাথ হল প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি ও সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।

শোক দিবস উপলক্ষে ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-এর আয়োজন করা হয়েছে, যা ৩১ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে সম্পন্ন হবে।

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬