রাবিতে সপ্তাহব্যাপী শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শহীদ সামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা।কাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)। বুধবার মমতাজউদ্দীন কলাভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রধান নির্বাহী শাওন কাদির জিকো।

এতে বাংলা মাধ্যমে শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ, ইংরেজী মাধ্যমে শহীদ হবিবুর রহমান আন্তঃহল এবং ইংরেজী মাধ্যমে প্রথমবারের মতো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনে টাইটেল দেয়া হয়েছে ''শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক সপ্তাহ ২০১৯''।

প্রতিযোগিতার উদ্বোধন করা হবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে। পরদিন ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হবে বিতর্কের মূল পর্ব। সেদিন ৩২ টি দল নিয়ে ট্যাব ফরম্যাটে শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ  প্রতিযোগিতা হবে।

পরদিন ১৪ সেপ্টেম্বর ২৪ দলের শহীদ হবিবুর রহমান আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনে সমসাময়িক বিষয়ের উপর বাংলা ইংরেজিতে চলবে পাবলিক স্পিকিং। 

২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রকৃত জ্ঞানচর্চা ও মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence