ঢাবিতে জুলাই বিপ্লবের থিমে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা। জুলাই বিপ্লবের থিমে এই প্রতিযোগিতা আয়োজন করে ডিবেট সংগঠন 'হাউজ অব ডিবেটরস’। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল।

‘সেভয় প্রেজেন্টস ৮ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ শিরোনামে তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হয় শনিবার (১৬ নভেম্বর)। এ প্রতিযোগিতায় দেশ ও বহির্বিশ্বে চলমান ইস্যু, ছাত্ররাজনীতির ভবিষ্যৎ, মানবসভ্যতার ধারাবাহিকতায় আজকের সংকট, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি বিষয়ে বিতার্কিকেরা বৈচিত্র্যময়ী চিন্তাধারা প্রয়োগ করে প্রতিযোগিতাটিকে প্রাণবন্ত করে তুলেন। 

স্কুল কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিল: ‘এই সংসদ, বাংলাদেশের আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করবে’। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এই বিতর্কে জয়ী হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্কের কবি জসিম উদ্দিন হল ডিবেট ক্লাব জয়ী হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। তিনি সিভিল সার্ভিসে যোগদান করতে বিতার্কিকদের উৎসাহ প্রদান করেন। তিনি মনে করেন, পলিসি মেকিংয়ে ডিবেটারদের অংশগ্রহণ দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ এ আয়োজনের অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট ড. ফারুক শাহ বলেন, ‘মানব ইতিহাসে যৌক্তিক আচরণের অভাবের কারণে সকল সমস্যার তৈরি হয়েছে। দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য র‍্যাশনালিটি, রিজনিং, নৈতিকতার মানদণ্ড বোঝা প্রয়োজন। তিনি হাউজ অব ডিবেটরস এর মধ্যে এ সকল গুণাবলীর চর্চা দেখতে পান।’

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ডিইউডিএস সভাপতি অর্পিতা গোলদার আয়োজনের বিতর্ক প্রতিযোগিতার সময়ানুবর্তিতা অনুসরণ ও বিতার্কিকদের সার্বিক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে আয়োজনের প্রশংসা করেন। সবশেষে হাউজ অফ ডিবেটার্স-এর সভাপতি মোনেম শাহরিয়ার অন্তু জানান বিতর্কের মোশন (বিতর্কের বিষয়) কোয়ালিটি ছিল উঁচুমানের। কারো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। তিনি আয়োজন সফল হয়েছে বলেছে জানিয়ে এই বছরের আয়োজনের সমাপনী ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence