বাড়ি যেতে চাওয়ায় দুই শিক্ষক মিলে পেটালেন ছাত্রকে

পাথরঘাটায় দুই শিক্ষক বেধড়ক পিটিয়েছেন এক ছাত্রকে
পাথরঘাটায় দুই শিক্ষক বেধড়ক পিটিয়েছেন এক ছাত্রকে  © ফাইল ছবি

বরগুনায় বাড়ি যেতে চাওয়ায় দুই শিক্ষক মিলে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। জেলার পাথরঘাটা উপজেলার মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষক। আহত শিক্ষার্থীও হাফেজি বিভাগের ছাত্র। আহত ছাত্র জালিশ আহমেদ জানায়, বাড়িতে আসতে চেয়েছিল সে। কিন্তু তাকে আসতে না দিয়ে দুই দফায় শিক্ষক মিল্লাত ও আল আমিন বেত দিয়ে পেটায়।

জালিশের মা-বাবা জানান, ছেলের এমন অবস্থা দেখে তারা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে গেছেন। বাবা জাকির হোসেন বলেন, তারা অভিযুক্ত দুই শিক্ষকের বিচার চান।

আরো পড়ুন: সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে বাংলাদেশি ৩ যুবক নিহত

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা বলেন, ওই ছাত্র পালাচ্ছিল। তাই তাকে শাসন করার চেষ্টা করেছেন। বিষয়টি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মিটমাটের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ