প্রশিক্ষণে যাওয়ার সময় না ফেরার দেশে চার শিক্ষক

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে
নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে  © সংগৃহীত

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ওই যাত্রীদের মৃত্যু হয়। আজ শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনই শিক্ষক।

স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলি বলিহার কলেজের কাছে ভোরের আলো না ফুটতেই এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি।

আরো পড়ুন: বিয়ের দাওয়াত না পাওয়ায় স্ত্রী-শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা

বলিহার এলাকায় ঘটনাস্থলে পৌঁছােলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নিহত চার শিক্ষক রাজশাহীতে প্রশিক্ষণে যাচ্ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। 

সদর থানার ভীমপুড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হলেও প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


সর্বশেষ সংবাদ