বৃষ্টিতে আটকে পড়া তরুণীকে বাসে তুলে সংঘবদ্ধ ধ র্ষ ণ

২০ জুন ২০২২, ০৮:৩২ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

চট্টগ্রামে চাচার বাড়িতে থেকে ফেরার পথে বৃষ্টিতে আটকে পড়া এক তরুণীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে সিএমপির বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২০ জুন)   এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বন্দরনগরী অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটেছে। 

গ্রেফতারকৃতরা হলেন- বাসটির চালক বাঁশখালী উপজেলার বানিগ্রামের আবুল কাশেমের ছেলে নুরুল আলম (৩০), বাসচালকের সহকারী ভুজপুর থানার নতুনপাড়ার মোখলেছুর রহমানের ছেলে রবিউল (২৩) ও একই থানার নারায়ণহাটের আবুল কালামের ছেলে মো. শাহজাহান (২২)। এদিকে এ মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার রাজু (২৬) এখনো পলাতক রয়েছে। 

মামলার এজাহার বরাতে পুলিশ জানিয়েছে, শনিবার বায়েজিদ থানাধীন চাচার বাড়িতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। চাচার বাড়ি থেকে ফেরার সময়ে রোববার দুপুরে বৃষ্টির কারণে অক্সিজেন এলাকার রেলবিটের পাশে একটি ছাউনিতে আশ্রয় নেন তিনি। এ সময় ওই স্থানে পার্ক করে রাখা একটি বাসের চালক-সহকারী ওই তরুণী কোথায় যাবেন জানতে চান।

পুলিশ আরও জানিয়েছে, ওই তরুণী কোর্ট বিল্ডিং যাবেন বলে জানালে বাসটি কোর্ট বিল্ডিং যাবে জানিয়ে তরুণীকে বাসে তুলে নেন তারা। পরে বাসের গেট বন্ধ করে তাকে ধর্ষণ করা হয়। তবে ভারী বৃষ্টি বর্ষণের কারণে বিষয়টি কেউ বুঝতে পারেননি। বৃষ্টি থামলে ওই তরুণীর চিৎকারে তাকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগী তরুণী তাৎক্ষণিক অক্সিজেন পুলিশ বক্সের ট্রাফিক পুলিশকে ধর্ষণের ঘটনা জানালে ট্রাফিক সার্জেন্ট বাসটি (চট্টমেট্রো-জ-১১-০১৬৯) জব্দ করে শাহজাহান নামে একজনকে আটক করেন।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, রাতেই অভিযান চালিয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে নুরুল আলম ও ফটিকছড়ি থেকে রবিউলকে আটক করে পুলিশ। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ তুললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬