বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার, বাসায় ফিরে আত্মহত্যা

০৮ জুন ২০২২, ০৯:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

কক্সবাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে ধর্ষণের শিকার হয়েছেন দশম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনায় বাসায় ফিরে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ মে চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়েছিলেন ওই ছাত্রী। 

বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডির হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

গ্রেপ্তারকৃতরা হলেন- টমটম (ইজি বাইক) চালক রুবেল (১৯) ও ওই ছাত্রীর বন্ধু জিসানুল ইসলামকে (২২)।

সংবাদ সম্মেলনে মুক্তা ধর জানান, ফেসবুকে পরিচয়ের সুবাদে এক বছর ধরে জিসানুল ইসলামের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ওই ছাত্রীর। জিসান মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি মিষ্টির কারখানায় কাজ করতেন, পরে কক্সবাজারে বেশি বেতনে চাকরি পেয়ে নতুন কর্মস্থলে চলে যান। তবে মোবাইলে ওই তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। একপর্যায়ে ৩১ মে জিসানের আমন্ত্রণে ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে কক্সবাজারে দেখা করতে যায়। কক্সবাজারে যাওয়ার পর জিসান জানান তিনি ব্যস্ত, দেখা করতে পারবেন না। পরে ওই তরুণী জানায় জিসানের সঙ্গে দেখা না করে যাবে না।

একপর্যায়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য বান্ধবীকে নিয়ে একটি টমটমে করে বাসস্ট্যান্ডে যায় মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী। টমটমচালক রুবেল তার কাছ থেকে ঘটনা জানার পর আশ্বস্ত করে জিসান তার পূর্বপরিচিত। তাকে সময় দিলে সে যেভাবেই হোক জিসানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবে। 

আরও পড়ুন: ব্ল্যাকমেল করে ধর্ষণ, ধর্ষককে হত্যা করল দশম শ্রেণির ছাত্রী

টমটমচালকের কথায় আশ্বস্ত হয়ে তা বিশ্বাস করে ওই ছাত্রী। এরপর রুবেল তার বান্ধবীকে একটি চট্টগ্রামগামী বাসে তুলে দেয়। পরে জিসানকে খুঁজে বের করার অভিনয় শুরু করে রুবেল। ওই ছাত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালক্ষেপণ করে। জিসানকে খবর দেওয়া হয়েছে এবং সে রাতের বেলা এসে জিসানের পরিচিত ৬ নম্বর ঘাটের পার্শ্ববর্তী ‘হোটেল আলামিন’-এ এসে ওই ছাত্রীর সঙ্গে দেখা করবে মর্মে মিথ্যা তথ্য দেয় এবং এ কথা বলে ওই হোটেলে রুম নিয়ে দেয়। এরপর রাতে জিসান এসেছে মর্মে রুবেল হোটেলের রুমের দরজা খোলার জন্য তাকে বললে সে দরজা খুলে দেয়। তখন রুবেল ওই হোটেল রুমে প্রবেশ করে ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়। এরপর ওই ছাত্রী নিরুপায় হয়ে ১ জুন রাতে চট্টগ্রামে তাদের বাসায় ফিরে আসে। ৩ জুন ভোর ৪টার থেকে সকাল ৭টার মধ্যে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় ছাত্রীর বোন জিসানুল ইসলাম ও টমটমচালক রুবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমরা শান্তি চাই, ঝগড়া চাই না: তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
  • ২৯ জানুয়ারি ২০২৬
হার্টের জন্য সুপারফুড: এক ডালেই মিলবে বহু উপকার
  • ২৯ জানুয়ারি ২০২৬