ঘরে পড়ে ছিল মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৪৮ AM
নরসিংদীর বেলাবতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ ঘরে তাদের মরদেহ পড়ে ছিল।
নিহতরা হলেন রাহিমা বেগম (৩৫), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। তবে ঘটনার পর ওই বাড়িতে পাওয়া যায়নি রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখকে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা হয়।
আরো পড়ুন: মোবাইল আসক্ত ছেলেকে থাপ্পড়, কলহে না ফেরার দেশে বাবা
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।