রেস্টুরেন্টে খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:৪০ AM , আপডেট: ১৭ মে ২০২২, ১০:৪০ AM
জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তাহমিদ (২২) । জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের বোর্ড ঘর এলাকায় সোমবার (১৬ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রের নাম জয় হোসেন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। জয় নওগাঁর ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। তিনি ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আর আহত তাহমিদ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনিও জয়পুরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আরো পড়ুন: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে অস্ত্র নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৮
ওসি জানান, জয় ও তাহমিদ জয়পুরহাটে একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে যায়। পরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে বোর্ড ঘর এলাকায় একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জয় ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় তার বন্ধু তাহমিদ আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভর্তি করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে।