সবার অজান্তে পানিতে ডুবে গেল দুই ভাই

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে  © ফাইল ফটো

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা আবু জাফর হিরনের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ (৪)। শিশু সাইমন ওই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের নানা আবু মাসুদ।

শিশুদের নানা আবু মাসুদ বলেন, বাড়িতে খেলা করছিল ওই দুই শিশু। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির লোকজন তাঁদের কোথাও দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করেন। পরে পরিবারের লোকজন দেখেন, পুকুরের পানিতে ভাসছে দুই ভাই। 

আরো পড়ুন: ‘ট্রিগার চেপে রেখেছিলাম, প্রীতির গায়ে গুলি লেগেছে জানতাম না’

সেখান থেকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মনোনহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!