বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

৩১ জানুয়ারি ২০২২, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ভূক্তভোগী ওই স্কুলছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলায় এ ঘটনা ঘটে। পরদিন মেয়েটির মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন, ক্লাস শুরু ২ মার্চ

জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেহেদী হাসান (২২) বৃ-চাপিলা গ্রামের মো. আব্দুর রহিম শেখের ছেলে। তার সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মেহেদী হাসান মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ির বাইরে আসতে বলেন। এসময় মেয়েটি বাড়ির বাহিরে এলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে পাশের বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুকৌশলে ছেলেটি পালিয়ে যায়।

আরও পড়ুন: জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছেলেটির পরিবার বারবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ধর্ষক মেহেদী হাসান এখনো পলাতক রয়েছে।

ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬