ধর্ষণচেষ্টার সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

২৩ জানুয়ারি ২০২২, ০৯:০৯ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

ধর্ষণচেষ্টার সময় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, ওই গৃহবধূকে প্রতিবেশী ওই যুবক দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার রাতে গৃহবধূকে জাপটে ধরেন তিনি। এ সময় গৃহবধূর চিৎকারে তাঁর মেয়ে, জামাতা এসে যুবককে বেঁধে তাঁর গোপনাঙ্গ কেটে দেন।

আরও পড়ুন: হিজাব পরায় ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না ছাত্রীদের

আহত প্রতিবেশীর চিৎকারে স্থানীয়রা এবং পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বাদী বলেন, ‘নিজের ইজ্জত রক্ষা করতে যা করার প্রয়োজন তাই করেছি।’

আহত ব্যক্তি জানান, পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে তাঁরা তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালান। এ সময় তাঁকে বেঁধে গোপনাঙ্গ কেটে দেন।

আরও পড়ুন: ভিসির পদত্যাগের দাবিতে প্রয়োজনে গণঅনশনে যাবেন আন্দোলনকারীরা

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬