এসআই পরীক্ষায় নকল করতে পরচুলার ভেতরে ফোন (ভিডিও)

২২ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ PM
ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে

ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে © সংগৃহীত

জুতার ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল কিংবা মাস্কের ভেতরে ছোট ফোন নিয়ে পরীক্ষায় নকল করার বিষয় তো শুনেছেন। কিন্তু সেসব পন্থা এখন পুরানো হয়ে গেছে। নকল করতে এবার আরও অভিনব পন্থা করলেন এক চাকরি পরীক্ষার্থী।

এবার ঘটনাস্থল ভারতের রাজস্থান নয়, উত্তরপ্রদেশে সম্প্রতি পুলিশের সাব-ইনস্পেক্টরের (এসআই) পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়লেন এক পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়ই এক পরীক্ষার্থীকে দেখে পরীক্ষকদের সন্দেহ হয়। ভাল করে তার তল্লাশিও চালানো হয়। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পাননি পরীক্ষকরা।

কিন্তু সন্দেহ একটা থেকেই গিয়েছিল। যুবকের কান ভাল করে পরীক্ষা করতেই চমকে ওঠেন পরীক্ষকরা। কানের ভিতরে ক্ষুদ্র ইয়ারফোন ঢোকানো ছিল যাতে কারও নজরে না আসে। এর পরই মেটাল ডিটেক্টর নিয়ে এসে যুবককে ভালোভাবে তল্লাশি করা হয়। মাথার উপরে মেটাল ডিটেক্টর ধরতেই সেটি আওয়াজ দিচ্ছিল।

চমকের এখানেই শেষ নয়। মাথায় ধাতব জিনিস কীভাবে কেউ লুকোতে পারে তা ভেবে অস্থির হয়ে পড়েছিলেন পরীক্ষকরা। শেষে ভাল করে পরীক্ষা করতেই দেখা যায় ওই যুবক পরচুলা পরে রয়েছেন। আর সেই পরচুলা টেনে তুলতেই তার ভেতর থেকে ফোন বেরিয়ে আসে। পরীক্ষায় নকলের সেই ভিডিও ভাইরাল হয়েছে।

গত সেপ্টেম্বরেই রাজস্থানে স্কুল শিক্ষকের পরীক্ষার সময় জুতার ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন পাঁচজন। বিহারেও পুলিশের পরীক্ষা দেওয়ার সময় মাস্কের ভিতরে ফোন লাগিয়ে নকল করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েন। এসব কিছুকে যেন ছাপিয়ে গিয়েছে উত্তরপ্রদেশের যুবকের নকল করার পদ্ধতি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬