ঢাকা থেকে নিখোঁজ তিন বোন যশোরে উদ্ধার

১৯ নভেম্বর ২০২১, ০৯:২২ PM
ঢাকা থেকে নিখোঁজ তিন বোন যশোরে উদ্ধার

ঢাকা থেকে নিখোঁজ তিন বোন যশোরে উদ্ধার © ফাইল ছবি

রাজধানীর আদাবর এলাকায় খালার বাসা থেকে নিখোঁজ ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোনকে যশোর থেকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদাবর থেকে নিখোঁজ ৩ জনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গতকাল দুপুরের আগে শেখেরটেক ৬ নম্বর রোডে বাসা থেকে বের হন ৩ জন। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।

এর আগে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিন বোন মোসাম্মৎ রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬) শেখেরটেক পিসিকালচার এলাকার খালার বাসা থেকে বের হয়। সারাদিনে তারা বাসায় না ফেরায় তাদের খালা সাজিদা নওরীন আদাবর থানায় জিডি করেন।

ওই সময়ে স্বজনেরা জানিয়েছিলেন, তিন বোন বাসা থেকে বের হওয়ার সময়ে তাদের বিভিন্ন শিক্ষা সনদ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তারা ভিডিও সাইট টিকটকে আসক্ত ছিল বলেও তাদের খালা জানিয়েছিলেন।

ওই তিন বোনের মধ্যে রোকেয়া ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণির ছাত্রী। জয়নব ও খাদিজা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা একটি পরীক্ষায় অংশ নেওয়ার পর নিখোঁজের খবর বের হয়।

এদিকে, এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘আদাবর থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করেছে র‌্যাব। তারা যশোরে অবস্থান করছে।

র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা বলছেন, পরিবারের তথ্য ছিল- তিন বোনই টিকটকে আসক্ত। তারা টিকটক চক্রের খপ্পরে পড়েছিল কি-না-সেই সন্দেহে দ্রুত তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলে। তবে তিনজনের কেউই কোনো ডিভাইস না নেওয়ায় অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হয়।

‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!