ধারালো অস্ত্রের কোপে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খুন

১৬ নভেম্বর ২০২১, ০৯:২২ AM
 রাহাত হোসেন

রাহাত হোসেন © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রাহাত হোসেন (২০) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত হয়েছেন ও গুরুতর জখম হয়েছেন ৪ জন। গত শনিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন বেবোবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে। রাহাত গুলিশাখালীর শাহ আলাম হাওলাদারের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।

জানা গেছে, রনি নামের এক কিশোর টিয়ারখালী বাজার এলাকায় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ঘটনাটি রাহাতের বন্ধু শুভ টের পেয়ে বাধা দেন। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে বন্ধু সাব্বিরকে দায়িত্ব দেয় শুভকে শায়েস্তা করার জন্য। শনিবার বিকালে টিয়ারখালী স্কুলমাঠে ফুটবল খেলা দেখে রাত ৯টার দিকে শুভসহ অন্য বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন রাহাত।

এ সময় সাব্বিরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ২০-২৫ জন তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে নিয়ে গেলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শুভসহ অন্যদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬