আদালতের রায়ে আমরা সন্তুষ্ট: নাসির

৩১ অক্টোবর ২০২১, ০৪:২৪ PM
আদালতে নাসির-তামিমা

আদালতে নাসির-তামিমা © সংগৃহীত

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ও মানহানির মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। এছাড়া তামিমার মা সুমি আক্তারও জামিন পেয়েছেন। রবিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে জামিন আবেদন মঞ্জুর করেন। এরপরই আদালত থেকে বের হয়ে প্রতিক্রিয়ায় নাসির বলেন, বিষয়টি নিয়ে চিন্তিত ছিলাম। তারপরও জামিন পেয়ে ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, কেস যেহেতু এখনো চলমান আছে সেক্ষেত্রে আইনের বাকি যেসব বিষয় আছে সেগুলো আমার আইনজীবী বলবেন। এরপর রেজাল্ট যা হবে সেটা কোর্ট জানাবে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। সবদিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন তারা।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। এ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন।

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। এমন প্রতিবেদনের পরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

চলতি মাসেরই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে…
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন, বাতিল ৭, অপেক্ষায় ৬, দেখুন…
  • ১১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্…
  • ১১ জানুয়ারি ২০২৬
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নিতে চায় …
  • ১১ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে আহত অবস্থায় ময়ূর উদ্ধার
  • ১১ জানুয়ারি ২০২৬
সিলেটে জেবিএবির ২৭ সদস্যের কমিটি গঠন
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9