ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

০৬ অক্টোবর ২০২১, ০৩:৩২ PM
মোহাম্মদ লিমন

মোহাম্মদ লিমন © ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোহাম্মদ লিমন (২২) নামে এক কলেজছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার সেনানিবাস এলাকার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ লিমন বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে লিমন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তিনি বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ১১টার দিকে লিমন মারা যান।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনার খবর তাদের কেউ দেয়নি। রাত ১টার দিকে খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে দেখেন জানাজা চলছে। ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬