মোবাইল না কিনে দেওয়ায় অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৭:৩৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৭:৩৯ PM
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সাথে অভিমান করে শাকিল (২১) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাকিল কুলিয়ারচর পৌর এলাকার আলী আকবরী গ্রামের মো. খোকন মিয়ার বড় ছেলে।
শাকিল ভৈরব হাজী আসমত কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মা সুলতানা বেগমের সাথে শাকিলের মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে বাক-বিতন্ডা হয়। পরে একপর্যায়ে নিজ রুমে গিয়ে ঘরের সিলিং এর সাথে রশি বেঁধে গলায় ফাঁস নেয়। এসময় শাকিলের ছটফট, চেচামেচির শব্দ শুনে আশপাশের মানুষ তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চীনে শিশুদের সপ্তাহে ৩ ঘণ্টার বেশি অনলাইন গেম নিষিদ্ধ
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।