কলেজছাত্রকে পিটিয়ে জখম, ৪ দিন পরও বিচার হয়নি

০২ জুলাই ২০২১, ১০:৩২ PM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © টিডিসি ফটো

নোয়াখালী হাতিয়া জমি নিয়ে বিরোধের জেরে ইয়াসিন আরাফাত (২৩) নামের এক কলেজ শিক্ষার্থী এবং তার মাকে বেধড়ক পিটিয়ে জখম করার ৪ দিন পার হয়ে গেলেও এখনও কোন বিচার হয়নি। আহত ওই শিক্ষার্থী নোয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সম্মান ২য় বর্ষে অধ্যায়নরত।

গত মঙ্গলবার (২৯ জুন) বিকালে প্রতিবেশী আফসার ও কালাম তাদের জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করতে গেলে তারা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় আফসার ও কালাম।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের কবলা করা জমি জোরপূর্বকভাবে পাওয়ার ট্রিলার দিয়ে আফছার ও কালাম চাষ দিতে আসলে আমার মা বাঁধা দেয়। এতে করে তারা আমার মাকে লাঠি ও মেঘ লাইট দিয়ে পেঠাতে শুরু করে। এসময় তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় আমার মায়ের চিৎকারে আমি বের হলে তারা আমার ওপরও ক্ষিপ্ত হয়। আমাকেও তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে ২ হাত পা বেঁধে লাঠি ও মেঘ লাইট দিয়ে মারধর করে। পরে চৌকিদার এসে আমাদেরকে উদ্ধার করেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায়, আহত ইয়াসিন আরাফাত ও তার মায়ের সারা শরীরে মারধরের চিহৃ। ব্যথার যন্ত্রণায় হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিষয়টি সম্পর্কে ওই শিক্ষার্থী আমাকে অবহিত করেছে। আমি বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলেছি। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬