ফুটবল খেলতে গিয়ে পরপর প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

১৬ জুন ২০২১, ১০:০৬ PM
কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে

কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত দুই বন্ধ হলেন মেহেদি হাসান সাগর (১৭) ও আয়াস আহমেদ আলভি (১৮)। তারা এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। রাজধানীর শ্যামপুর থানা এলাকায় তাদের বাসা।

জানা গেছে, সাগর ও আলভিসহ ১০/১২ জন দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা ফুটবল খেলে। একপর্যায়ে ফুটবল পাশের খালে পড়ে। এ সময় সাগর ও আলভি ফুটবল তুলতে পানিতে নামলে তারা সাঁতার না জানায় খালে তলিয়ে যায়।

এ সময় শাহাদাত নামে অপর বন্ধু পানিতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্থানীয়রা শাহাদাতকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এ খবর পেয়ে স্থানীয়রা জাল ফেলে একজনকে উদ্ধার করে। এ ছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা অপরজনকে উদ্ধার করেন।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েক বন্ধু মিলে ঘুরতে এসেছি। তাদের মধ্যে পাশের খালের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তাস্তর করা হয়েছে।’

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬
বগুড়াবাসীর দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
বুরকিনা ফাসোয় রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা ইব্রাহিম ত্রাওরোর
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬