বিসিএস ক্যাডার পরিচয়ে বিয়ে, গৃহবধূর আত্মহত্যা

১২ জুন ২০২১, ১১:১৯ PM
নুসরাত ও তার স্বামী মামুন মিল্লাত

নুসরাত ও তার স্বামী মামুন মিল্লাত © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ জুন) বিকেলে বাসার দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক।

জানা গেছে, মামুন নিজেকে ৩৮তম বিসিএস এর নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে নুসরাতকে বিয়ে করেন। পরে নুসরাত জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। নুসরাতের বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়। 

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা নুসরাতকে ডাকতে আসে। ডাকাডাকির পরও তার কোনও সাড়া পাওয়া যায়নি। পরে একজন ৯৯৯-এ ফোন করেন। পরবর্তীতে দুপুরের দিকে আগারগাঁও থানার পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা নুসরাতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ২০১৯ সালে মামুনকে বিয়ে করেন নুসরাত। স্বামী-স্ত্রী আগারগাঁওয়ের সংসদ সচিবালয়ের বি দুই নম্বর কোয়ার্টারে সাবলেট থাকতেন। মামুন মিল্লাত নিজেকে ৩৮তম বিসিএস এর নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু পরে নুসরাত জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

তিনি আরও বলেন, মামুনের প্ররোচনায় নুসরাত জাহান আত্মহত্যা করে থাকতে বলে আমরা ধারণা করছি। আর মামুন পুলিশের কেউ নয় সে একজন প্রতারক। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হবে।

সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওর…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!