সাবেক স্ত্রীর ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

০১ জুন ২০২১, ১০:১৭ AM
ইয়াসিন দুলাল

ইয়াসিন দুলাল © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়ার একপর্যায়ে সাবেক স্ত্রীর ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সড়কে পড়ে কাভার্ডভ্যানের চাপায় ইয়াসিন দুলাল (২৭) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার ভুঁইঘর কড়ইতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওই ঘটনা ঘটে। তবে পুলিশ সোমবার রাতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে।

নিহত ইয়াসিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর বাহেরচর গ্রামের মো. বারীর ছেলে। আর অভিযুক্ত নারীর নাম আয়েশা। সে ইয়াসিনের সাবেক স্ত্রী ও রাজধানীর একটি হাসপাতালের নার্স। তাদের দুজনের গ্রামের বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইয়াসিন ও আয়েশা উপজেলার শিবু মার্কেট থেকে সাইনবোর্ড যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিল। পথে দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে আয়েশার ধাক্কায় ইয়াসিন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ইয়াসিন দুলাল ২০১৫ সাল থেকে ফতুল্লায় একটি মুঠোফোন কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বছর সেপ্টেম্বরে ইয়াসিন করোনায় আক্রান্ত হন। তখন আয়েশা তাঁকে সেবা করেন। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকে ইয়াসিন ও আয়েশার মধ্যে কলহ শুরু হয়। কয়েক মাস আগে স্থানীয়ভাবে সালিসে বসে আয়েশাকে তালাক দেন ইয়াসিন। এরপর গত এপ্রিলে ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে ইয়াসিন আরেকটি বিয়ে করেন। ঘটনার দুদিন আগে কর্মস্থল ফতুল্লা মডেল থানাসংলগ্ন ওই মুঠোফোনের অফিসে আসেন ইয়াসিন।

তিনি আরো জানান, নিহত ইয়াসিনের পকেটে থাকা একটি ব্যাংকের চেকের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে। অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬