চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে চেষ্টায় ইমাম গ্রেপ্তার

২৯ মে ২০২১, ০৫:১৫ PM
অভিযুক্ত ইমাম

অভিযুক্ত ইমাম © ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুড়িয়া এ ঘটনা ঘটেছ। উদ্ধারের পর নির্যাতনের শিকার শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তার ইমামের নাম আবু হাসান। তিনি উত্তর পাকুড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। 

মামলা ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই শিশু কন্যা । গত প্রায় চার মাস থেকে আবু হাসানের বাসায় শিশুটি নিয়মিত আরবি পড়তো । প্রতিদিনের মতো শনিবার সকালে‌ও পড়তে যায় শিশুটি। এ সময় আবু হাসান ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আবু হাসানকে আটক ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে গ্ৰেপ্তার করে থানায় নিয়ে আসে হয়েছে।

টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬