সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই নর্থ সাউথের শিক্ষার্থীকে অপহরণ

গুরুতর আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন শুভ
গুরুতর আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন শুভ  © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ঝিকিড়ায় পারিবারিক সম্পত্তি ও একটি দোতলা বাড়ি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই অপহৃত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন শুভ। গত ২০ মার্চ রাত ১২টার দিকে মায়ের ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে ধানমণ্ডি ২৭ নম্বর রোড থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ আলী।

অপহৃতের বাবা মোহাম্মদ আলী বলেন, তাঁর স্ত্রী জেমি পারভীনের চাচাতো ভাইদের সঙ্গে তাঁদের বিরোধ আছে। এ নিয়ে ২০১৯ সালে গ্রামের বাড়িতে জেমির ওপর হামলার ঘটনা ঘটে। পরে ২০২০ সালের ১৭ নভেম্বর জেমি রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃতও হয়েছিলেন। তবে সে যাত্রায় স্ত্রী রক্ষা পেলেও অপরাধীরা পিছু ছাড়েনি। তারা বিভিন্ন সময়ে ঢাকায় এসে স্ত্রী ও ছেলে কখন, কোথায় যায় তার খোঁজ রাখত। তারা আমার ছেলেকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার পরিকল্পনা করেছিল ।’

তিনি আরো বলেন, ‘আমার ধারণা ওই মোবাইল ফোন ছিনিয়ে নিতে ছেলেকে অপহরণ করা হয়ে থাকতে পারে। কারণ অপহরণকারীদের অনেক অপকর্মের তথ্য ছিল ছেলের ফোনে। আমার চাচাশ্বশুরের ছেলেরা মূলত গ্রামের বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করতে না পেরে ছেলেকে অপহরণ করে। এর আগে চাচাশ্বশুরের ছেলেরা গ্রামের বাড়িতে হামলা চালিয়ে তার দুটি কক্ষে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই দুটি কক্ষে থাকা বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা ভাঙচুরের পর পায়ের নিচে ফেলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তারা।’

মোহাম্মদ আলী জানান, ‘তাতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। আড়ালে থেকে শুভ তার মোবাইল ফোনে ওই ছবি বন্দি করেছিল। পরে মামলা করার সময় বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই ছবিকে মামলার আলামত হিসেবে কাজে লাগানো হবে জানতে পেরে অপহরণকারীরা মোবাইলে থাকা সব কিছু মুছে ফেলতে শুভ, আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দিয়ে আসছিল।’

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পারিবারিক বিরোধ ও জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ওই ছাত্রকে (রাব্বি) অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার রহস্য উদঘাটনের জন্য গভীরভাবে তদন্ত চলছে।


সর্বশেষ সংবাদ