এবার কম্বলের নিচ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১১:৫১ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১১:৫১ AM
কুমিল্লা নগরের সংরাইশ পাক পাঞ্জাতন মুজিবীয় সুন্নিয়া হাফিজিয়া মাদরাসায় কম্বলের নিচ থেকে এক শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাব্বির (৭) কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দির এলাকার মৃত আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে শিশুটির মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে মাদরাসার দায়িত্বরত শিক্ষকরা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এতে শিশুটির মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ গিয়ে মাদরাসা থেকে মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘শিশু শিক্ষার্থীর মরদেহটি কম্বলের নিচে ছিল। তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।’