গার্হস্থ্য অর্থনীতি ছাত্রীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ

২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ PM
পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করলে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সরিয়ে দেয় পুলিশ

পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করলে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সরিয়ে দেয় পুলিশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তবে পরে তাদের সরিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করেন ছাত্রীরা। এসময় ধস্তাধস্তিতে কয়েকজন আহত হয়েছেন বলেও তারা দাবি করেছেন।

শিক্ষার্থীরা জানান, আজ থেকে তাদের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করা হয়। ফলে আজ আর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত-আজিমপুর সড়ক অবরোধ করেন তারা।

তবে অল্প সময়ের মধ্যেই তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এসময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ছাত্রীদের দাবি, এতে তাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছে। পরে কলেজ ফটকের ভেতরে গিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা হলে তাদেরটাও হতে হবে। এ পরীক্ষা না হলে তারা সেশনজটে পড়ে যাবেন বলে জানিয়েছেন। 

জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬