যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় ইত্তেফাকের ঢাবি প্রতিনিধি গুরুতর আহত

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৩ AM

© সংগৃহীত

জমি সংক্রান্ত বিরোধের জেরে ফেনীর সোনাগাজীতে দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য শরিয়ত উল্যাহ হামলার শিকার হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করায়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এই ঘটনায় সোমবার সোনাগাজি মডেল থানায় মামলা করেছেন শরিয়ত। মামলায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর নবী ফরহাদসহ চার জনকে আসামি করা হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন, শহিদ উল্ল্যাহ, জসিম উদ্দিন ও ওমার ফারুক।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

মামলার এজাহারে শরিয়ত জানান, প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের নিকট চাঁদা দাবি করে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বাবা রোডের মাথায় নিয়ে এসে কোনও ধরনের কথা ছাড়াই তাকে মারধর করা হয়। এই সময় যুবলীগ নেতা ফরহাদের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এজহারে শরিয়ত আরও উল্লেখ করেন, মামলার এক নং আসামি ফরহাদ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আমার শরীরের বিভিন্ন অংশে জখম করে। অপর আসামিরাও কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে।

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬