মা-বাবার মৃত্যুর পর বাঁচানো গেল না আঁখিকেও

০৪ জানুয়ারি ২০২১, ১২:৫১ PM
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় নিহত আঁখি

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় নিহত আঁখি © সংগৃহীত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ফরিদ মুন্সী (৫৫) ও পেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছিলেন। এ দম্পতির একমাত্র মেয়ে আঁখিকেও বাঁচানো গেল না। আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

আঁখির চাচা আবু তাহের মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আঁখির মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। দেবিদ্বার উপজেলা সদরের একটি বালিকা বিদ্যালয় থেকে আঁখি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

গত বুধবার ভাগ্নে রাকিবুলের (২৪) সিএনজিতে দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী স্ত্রী-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নগরীর শাসনগাছা রেলক্রসিংয়ে তাদের অটোরিকশায় একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। এতে ফরিদ মুন্সী ও তার স্ত্রী মারা যান।

এসময় আহত মেয়ে আঁখি ও ভাগ্নেকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আঁখির অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। আজ সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিএনজি চালক রাকিবুল।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬