সাড়ে ৫ বছরের শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার

২৫ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ AM
শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার

শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার © প্রতীকী ছবি

আপন মামার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন সাড়ে পাঁচ বছরের শিশু ভাগ্নি। শুরুর দিকে এ বিষয়টিকে পাত্তা দেয়নি পরবিার। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে আলোতে আসে মূল ঘটনা। পরে নিপীড়নে অভিযুক্ত মামাকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভিকটিম শিশুটির বাবা জানান, সাড়ে পাঁচ বছরের শিশু সন্তানকে (ভিকটিমকে) নিয়ে তার বাবা-মা শিশুটির নানার বাড়ি থাকেন। গত কয়েকদিন ধরে শিশুটিকে তার আপন মামা (১৬) যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি স্বজনদের জানানো হলে কেউ গুরুত্ব দেয়নি।

তিনি বলেন, গত ৬ ডিসেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ১৩ ডিসেম্বর ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর যৌন হয়রানির বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) থানায় অভিযোগ করা হলে পুলিশ ভিকটিমের মামাকে আটক করে।

যদিও শিশুটির পিতার বক্তব্যের সাথে মিল নেই মায়ের। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগকে বাতুলতা উল্লেখ করে তার মা বলেন, পারিবারিক কলহের জেরে শিশুটির নেশাগ্রস্ত বাবা এ মিথ্যা অভিযোগ করছেন। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি নাজমুল হক ভুইয়া জানান, শিশুটির বাবা-মা ও অভিযুক্ত মামাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে বলে তার বাবা দাবি করলেও শিশুটির মা তা অস্বীকার করেছে।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দীর্ঘ ৮ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি…
  • ০২ জানুয়ারি ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি
  • ০২ জানুয়ারি ২০২৬
শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৯ ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
পায়ের গোড়ালি ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি
  • ০২ জানুয়ারি ২০২৬
যুবদল কর্মীর কাছে চাঁদা চাইলেন বিএনপির কর্মী, খেলেন পিটুনি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!