ভাস্কর্য ভাঙার কথা স্বীকার সেই দুই মাদ্রাসাছাত্রের

১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ PM

© সংগৃহীত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মামলার দুই আসামি মাদ্রাসাছাত্র আবু বক্কর ও নাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামুনুল হক ও ফায়জুল ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সিদ্ধান্ত নেয় বলে তারা আদালতকে জানিয়েছে।

আজ রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তারা জবানবন্দি দেয়। এদিন দুপুর ২টার দিকে কঠোর নিরাপত্তায় পুলিশ তাদের আদালতে নেয়। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মামলার প্রধান দুই আসামি মাদ্রাসাছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের কথা স্বীকার করে। তারা মামুনুল হক ও ফায়জুল ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সিদ্ধান্ত নেয়। ঘটনার ২-৩ দিন আগে ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে।

এর আগে মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক ইউসূফ ও আল-আমীনকে চারদিনের রিমান্ড শেষে শনিবার একই আদালতে জবানবন্দি নেয়ার পর কারাগারে পাঠানো হয়।

গত ৫ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে শনাক্ত করে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬