কুমিল্লায় স্ত্রী-সন্তানের সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১১ নভেম্বর ২০২০, ১২:৫৮ PM
নিহত জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী

নিহত জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী © টিডিসি ফটো

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেইি এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে কুমিল্লায়। স্ত্রী ও সন্তানের সামনে জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী নামের ওই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার ২৫ নম্বর ওয়ার্ড ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জিল্লুর কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে যুবলীগের রাজনীতিতে যুক্ত। তবে তার কোনো পদ নেই। তিনি গ্রাম চৌয়ারার চৌধুরী বাড়ির মুখলেছুর রহমান মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জিল্লুর ভোরে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে পাশের একটি মাদ্রাসায় যান। এ সময় সাতটি মোটরসাইকেলে ১৪ জন লোক এসে তাকে ঘিরে ফেলে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। একসময় রক্তাক্ত জিল্লুর মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে জিল্লুরের এক চাচাত ভাই স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage