মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখায় তরুণকে পিটিয়ে হত্যা

১০ অক্টোবর ২০২০, ০৪:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের দিল্লিতে মেয়ের সঙ্গে সম্পর্ক করার কারণে ১৮ বছরের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা করলে আশপাশের মানুষেরাও তাঁকে বাঁচাতেও পারে নি। 

এদিকে এ ঘটনায় পুলিশ বলছে, একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় তিন কিশোরসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত বুধবার এ পেটানোর ঘটনা ঘটে। ওই তরুণ পরের দিন সকালে হাসপাতালে মারা যান। আজ শনিবার এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ঘটনায় নিহত তরুণের নাম রাহুল। তিনি পশ্চিম দিল্লির আদর্শ নগরের জাহাঙ্গীরপুরির বাসিন্দা ছিলেন। এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলার আগমুহূর্তেও তিনি ওই মেয়ের সঙ্গে ছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রাহুল তাঁর মা-বাবা ও ছোট বোনের সঙ্গে থাকতেন। তাঁর বাবা একজন ট্যাক্সিচালক। বাবাকে সহায়তা করতে তিনি টিউশনি করতেন। তিনি ব্যাচেলর অব আর্টসের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

৭ অক্টোবরের এক সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার আগমুহূর্তেও তাঁকে রাস্তায় একটি মেয়ের সঙ্গে দেখা যায়। সে সময় কয়েকজন তাঁকে ডাকে। কয়েক পা যেতেই তারা তাঁকে নির্মমভাবে পেটাতে থাকে। পরে হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ জানায়, দুজন দুই সম্প্রদায়ের হওয়ায় মেয়েটির পরিবার এই সম্পর্কের বিরোধী ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ আঘাতের কারণে রাহুলের মৃত্যু হয়েছে।

রাহুলের চাচা ধরমপাল বলেন, দুই মাস আগে তাঁরা এই সম্পর্কের কথা জানতে পারেন। রাহুল ওই মেয়েকে কোচিং সেন্টারে ইংলিশ পড়াতেন। মেয়েটির পরিবার রাহুলকে তার (মেয়ে) সঙ্গে কথা বলতে বারণ করে। আমরা তাঁর (রাহুল) নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬