দুই শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

০৭ অক্টোবর ২০২০, ০৮:৫৫ AM
মাদ্রাসার শিক্ষক আবু নাসের

মাদ্রাসার শিক্ষক আবু নাসের © সংগৃহীত

ফেনীতে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকারের) অভিযোগে পশ্চিম ছাগলনাইয়ার এক মাদ্রাসার শিক্ষক আবু নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ওই শিক্ষককে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই ছাত্র বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই এলাকার দরিদ্র পরিবারের দুই শিশুকে তার অভিভাবকেরা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করান। গত জুলাই মাস থেকে পৃথক সময় শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর মাদ্রাসার ওই শিক্ষক এই দুই ছাত্রকে কৌশলে তার থাকার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ছাত্র দুইটি অসুস্থ হয়ে পড়ে।

পরে তারা বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। এক পর্যায়ে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। এরপর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

থানা হেফাজতে থাকাকালে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। সামাজিকভাবে আমার মর্যাদা ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ মহল এমন অসত্য ঘটনা সাজিয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৭ ধারায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬