গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

০৬ অক্টোবর ২০২০, ১০:০২ AM
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ © ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার এখলাছপুর এলাকা থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে এখলাছপুর এলাকা থেকে মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন।

এর আগে সোমবার সকালে আসামি বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র‌্যাব-১১। বাদল (২২) একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের রহমত উল্যার ছেলে। দেলোয়ারও ওই গ্রামের সাইদুল হকের ছেলে। এ ছাড়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের শেখ আহম্মদ দুলালের ছেলে মো. রহীম (২০) ও মৃত আবদুর রহীমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

ভূক্তভোগী নারী সোমবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। এর আগে নারী ও শিশু নির্যাতন আইনেও ওই ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়। ৭-৮ জন অজ্ঞাতনামাসহ নয়জনকে আসামি করা হয়েছে মামলায়। 

গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূর ঘরে ঢুকে স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন বাদল ও তার সহযোগীরা। এর পর ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এতে বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও করেন। পরে সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ নিয়ে সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬