বাড়িতে তালা, লজ্জায় আত্মগোপনে চলে গেছেন সেই গৃহবধূ

০৪ অক্টোবর ২০২০, ১১:১৫ PM
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন

নিজের সম্ভ্রম রক্ষায় প্রাণপণ চেষ্টা করছিলেন গৃহবধূ। নির্যাতনকারী বখাটেদের ‘বাবা’ ‘বাবা’ পর্যন্ত বলে পা ধরেছিলেন। কিন্তু তাতে মন গলেনি বখাটেদের। একদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অন্যদিকে মুখে-শরীরে পা দিয়ে লাথি; সেই সঙ্গে লাঠি দিয়ে বেদম মারধর। এসব চিত্র ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়া তো রয়েছেই! সবমিলিয়ে পুরো ঘটনা পাশবিক পর্যায়ে চলে যাওয়া লজ্জায় আড়ালে চলে গেছেন সেই নারী ও তার পরিবার। ঘটনার পর থেকেই তাদের বাড়িতে তালা ঝুলছে। ঘটনা নোয়াখালী জেলার একলাশপুর এলাকার ।

জানা যায়, গত সেপ্টেম্বরে একলাশপুর ইউনিয়নের ওই নারীকে দীর্ঘদিন ধরেই স্থানীয় বখাটেরা কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় বখাটেরা রাতের আঁধারে তার ঘরে ঢুকে নগ্ন করে নির্যাতন করে।

অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। যার কারণে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থেকে যায়।

এদিকে এ ঘটনায় আবদুর রহিম (২২) নামে এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর পরই এ ঘটনায় জড়িত আবদুর রহিমকে আটক করা হয়েছে। এছাড়া, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬