ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ কুবি প্রক্টরের ভাই
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০ PM
ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মোঃ বেলাল উদ্দিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ফেনী সদরে অবস্থিত ঢাকা ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে আর বাড়ি ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তারা জানান, মোঃ বেলাল উদ্দিনের চৌদ্দগ্রামের গুনবতীতে ব্যাবসা রয়েছে। তার বাড়িও গুনবতীতে। বেলাল উদ্দিনের বয়স ৫০ বছর। পরনে সিলভার রংয়ের পাঞ্জাবি-পায়জামা রয়েছে। আর মুখে হালকা দাড়ি আছে।
এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা ফেনী মডেল থানায় জিডি করব। পরিবারের সদস্যরা সবাই ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৯১২২৯৫৬৭৫৩-এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ থাকল।’
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বিষয়টি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। তারা জিডি করলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।’