নুর সমর্থকদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪ AM
নুরুল হক নুরসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সমন্বয়ক সদস্য মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং সোমবার রাতে ঢাকায় নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রায় ৩০ মিনিট কর্মসূচি চলার পর দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীরুল হাসান হিমেলের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের অন্তত ৫ জন আহত হন। এ সময় এনটিএন নিউজের চিত্রগ্রাহক সুজন মিয়াও তাদের হামলার শিকার হন। মুহূর্তেই মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সমন্বয়ক কাওসার আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেন।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম জানান, ভিপি নূরের সমর্থকরা মানববন্ধনে অংশ নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অকথ্য ভাষায় বক্তব্য দেয়। এজন্য তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া তাদের কোনো মারপিট করা হয়নি।