বউ পেটাতে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে হত্যা করলেন তিনি!

১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫ PM

© সংগৃহীত

নরসিংদীর শিবপুরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। দাম্পত্য কলহের জেরে প্রথমে স্ত্রীকে কোপানো শুরু করলেও পরে বাধা দিতে গিয়ে প্রাণ হারান বাড়িওয়ালা দম্পতিও। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কুমড়াদি গ্রামের এ ঘটনা ঘটে।

ওই গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ঘটনার সময় আরও দু’জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘাতক বাদল মিয়াকে আটক করেছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাদলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইছাখালী গ্রামে।

স্থানীয়দের সূত্রে পুলিশ জানিয়েছে, তাজুলের বাড়ির ভাড়াটিয়া পেশায় কাঠমিস্ত্রী বাদল ভোররাতে স্ত্রীকে পেটাচ্ছিলেন। এসময় তার চিৎকারে ঘুম থেকে উঠে ওই বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম তাকে বাধা দেন। এসময় দা নিয়ে সবার ওপর চড়াও হন বাদল মিয়া।

দায়ের কোপে নাজমা বেগম (৪৫) ও মনোয়ারা বেগমের (৬০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাজুল ইসলাম (৭০), তার মেয়ে কুলসুম (২০) ও বাদলের ছেলে সোহাগকে (১০) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তাজুলকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোয়ারা ও নাজমার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘বাদলকে আটক করেছি। সেখানে যা ঘটেছে তা তদন্ত করে দেখছি আমরা।’

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬