উলঙ্গ হয়ে তরুণীকে যৌন হয়রানি করা সেই বখাটে আটক

২৫ আগস্ট ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম মহানগরীর ২৯ নম্বর মাদারবাড়ি ওয়ার্ডে টং ফকির মাজার লেইনে উলঙ্গ হয়ে এক তরুণীকে যৌন হয়রানী করা সেই বখাটে তরুণকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বাবলু নামের ওই কিশোরকে আগ্রাবাদ থেকে আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বাবলু (১৬) টং ফকির শাহ মাজার লেনের একটি একটি গলির বাসিন্দা। 

মেহেদী হাসান বলেন, ‘ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। সেজন্য ওই কিশোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা জানতে চাইব। যদি সত্যিই অভিযোগ পাই, তাহলে তাকে গ্রেফতার দেখানো হবে।’

স্থানীয়রা জানান, ওই বখাটের নাম বাবলু। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত তিনি। মেয়েদের ইভটিজিং করেন দলবল নিয়ে। টং ফকির মাজার লাইনে এক পরিবারের সাথে বাবলুর পরিবারের ঝগড়া হয়।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের কোনো এক সময় প্রতিপক্ষ পরিবারের মেয়েকে একা পেয়ে তার সামনে প্যান্ট খুলে উলঙ্গ হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বাবলু। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাবলুর মা জোসনা ও ভাই জিতুর স্ত্রী সানজিদাকে।

স্থানীয় এক ব্যক্তি সেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনা জানাজানি হয়। বিভিন্নজন তাতে কমেন্ট করে অভিযুক্ত বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬