প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম দুই ছাত্রলীগ নেতা

২১ আগস্ট ২০২০, ০১:৫৩ PM

© সংগৃহীত

সাতকানিয়ার দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদের প্রতিপক্ষ সেখানকার চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। স্থানীয় চেয়ারম্যান তাপস দত্তের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বাজালিয়া বড়দুয়ারা ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আবু সুফিয়ানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. তৌহিদ বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক। তার বাড়ি বাজালিয়া এলাকায়।

আবু সুফিয়ান বলেন, বৃহস্পতিবার দুপুরে ফরেস্ট অফিসের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পথরোধ করে হামলা করে সোলেমান বাঁশী, তার ছেলে আলমগীর ও ফরহাদ এবং বাবলু বড়ুয়াসহ কয়েকজন। তাদের দু’জনকে কুপিয়ে আহত করে তারা। এসময় কাছেই চেয়ারম্যান তাপস দত্ত গাড়িসহ দাঁড়িয়ে ছিলেন। তার নির্দেশেই হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে এই অভিযোগের বিষয়ে জানতে তাপস দত্তের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তৌহিদ ও সুফিয়ান নামে দু’জনের ওপর হামলা হয়েছে। তারা এখনও অভিযোগ বা মামলা দায়ের করেননি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের নামও পেয়েছি। তাদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

জানা গেছে, গত ১৯ আগস্ট তৌহিদ, আজম ও সুফিয়ান মিলে হামলায় অভিযুক্ত আলমগীরকে চড়-থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই হামলার ঘটনা ঘটে। আলমগীর চেয়ারম্যান তাপস দত্তের অনুসারী হিসেবে পরিচিত। আর তৌহিদ ও সুফিয়ান তার বিরোধী হিসেবে পরিচিত। বাজালিয়া এলাকায় চেয়ারম্যান তাপস দত্ত ও ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে জানা গেছে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬