নোবিপ্রবিসাস দপ্তরে ভাঙচুরের ঘটনায় ঢাকসাস’র নিন্দা

১৭ জুলাই ২০২০, ১২:৩৫ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)-এর দপ্তরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। আজ শুক্রবার (১৭ জুলাই) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সহ-দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান তামিম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নোবিপ্রবিসাস’র দপ্তরে ভাঙচুরের ঘটনায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা, উদ্বেগ এবং প্রতিবাদ জানান। সেই সাথে এ ধরণের হীন কাজের সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতিও আহবান জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ জুলাই) হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির দপ্তর ভাঙচুর অবস্থায় পান সংগঠনের সদস্যরা। তারা জানান, করোনা সংক্রমণের শুরুতে মার্চ মাসের শেষ দিক থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় দপ্তরে কারো আসা হয়নি। বিশেষ কাজে দপ্তরে গেলে ভাঙচুর অবস্থায় পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই দপ্তর।

সংগঠন সূত্র আরো জানায়, দপ্তরের মূল ফটকে থাকা সংগঠনের নাম সম্বলিত সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও দরজার উপরে থাকা গ্রীলের ভিতর দিয়ে ইট-কণা ছুঁড়া হয়েছে বলেও জানান তারা।

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬