হাটতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজ শিক্ষক

১৪ জুলাই ২০২০, ০৯:০৩ PM

© প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক মিজানুর রহমানের (৪২) মৃত্যু হয়েছে। মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা সদরের কাজী নোমান আহম্মদ ডিগ্রি কলেজের ইংরজির প্রভাষক তিনি।

নিহত শিক্ষক উপজেলার দড়িকাদি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

স্থানীয়রা জানিয়েছেন, মিজানুর রহমান গত সোমবার রাত ৮টার দিক নিমাইকাদি এলাকার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশে হাঁটছিলেন। এসময় মুরাদনগর বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটি তার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান।

সেখান থেকে স্থানীয়রা উদ্ধার তাকে করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬