স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৯ জুলাই ২০২০, ০৮:৩৪ AM

© ফাইল ফটো

নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ছাত্রলীগ নেতার নাম শামীম রেজা ওরফে আপন। শামীম রাজধানীর মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। গত মঙ্গলবার তার বিরুদ্ধে মিরপুর পল্লবী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের অক্টোবর মাসে স্কুলছাত্রীকে ধর্ষণ করে আপন। পরে তিনি কিশোরীকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে শেষপর্যন্ত টালবাহানা করে সময় পার করতে থাকায় ভুক্তভোগীর বোন তার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারকৃত আপন সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স পাস করেছেন। তিনি এখনও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আছেন। তবে কমিটির মেয়াদ পার হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার শামীম রেজাকে দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬