স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৯ জুলাই ২০২০, ০৮:৩৪ AM

© ফাইল ফটো

নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ছাত্রলীগ নেতার নাম শামীম রেজা ওরফে আপন। শামীম রাজধানীর মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। গত মঙ্গলবার তার বিরুদ্ধে মিরপুর পল্লবী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের অক্টোবর মাসে স্কুলছাত্রীকে ধর্ষণ করে আপন। পরে তিনি কিশোরীকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে শেষপর্যন্ত টালবাহানা করে সময় পার করতে থাকায় ভুক্তভোগীর বোন তার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারকৃত আপন সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স পাস করেছেন। তিনি এখনও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আছেন। তবে কমিটির মেয়াদ পার হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার শামীম রেজাকে দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬