যশোর থেকে নিখোঁজ হওয়া সেই ছাত্রদল নেতা ইব্রাহিমকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে তার বন্ধু রিপনকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
ইব্রাহিম হোসেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি নতুনহাট গ্রামের মাহবুব মোল্লার ছেলে। অপরজন রিপনের বাড়ি সদর উপজেলার মেঘলা গ্রামে।
র্যাব জানায়, ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে তাদেরকে। এসময় এক রাউন্ড গুলি ভর্তি ওয়ান শুটারগান এবং রামদা উদ্ধার করা হয়েছে তাদের নিকট থেকে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, র্যাব-৬ খুলনা কোম্পানি স্পেশাল কমান্ডের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদারের মামলায় উল্লেখ করা হয়, গত বুধবার রাতে মণিরামপুরের চিনাটোলা গ্রামে আসাদের বাড়ির পাশে বসে ডাকাতির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালায়।
সেখান থেকে রাত দেড়টার দিকে গুলি ভর্তি ওয়ান শুটারগান ও একটি রামদাসহ ইব্রাহিম হোসেন এবং রিপনকে আটক করে তারা। আজ শুক্রবার (১৯ জুন) তাদের আদালতে নেওয়া হবে বলেও জানান তিনি।
নিখোঁজের প্রথম দিন থেকেই ইব্রাহিমের পরিবার দাবি করে আসছে, ১৩ জুন ঝিকরগাছার লাউজানি বাজারের একটি চায়ের দোকানের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয় তাকে। এরপর পুলিশ ও র্যাব অফিসে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
পরে গত মঙ্গলবার (১৬ জুন) তার মা নূরজাহান বেগম ঝিকরগাছা থানায় জিডি করেন। এছাড়া বৃহস্পতিবার (১৮ জুন) তার সন্ধান চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ছাত্রদল স্মারকলিপি দেয়।