ডাকঘরের সিঁড়িতে ঝুলছিল দুই কিশোরীর মরদেহ

১৮ জুন ২০২০, ০৮:২৩ AM

© প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুটিবাজারের ডাকঘরের পেছনে থাকা পরিত্যক্ত লোহার সিঁড়ি থেকে বুধবার (১৭ জুন) লাশ দুটি উদ্ধার করে করা হয়।

নিহত দুই কিশোরী স্থানীয় বিল্লাল মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (১৩) এবং বাবুল মিয়ার মেয়ে সুরাইয়া (১৪)। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিল্লাল মিয়া ও বাবুল মিয়া কুটিবাজারসংলগ্ন বয়লার মিলে কাজ করতেন। তাঁরা স্ত্রী ও ছেলেমেয়েসহ মিলের পাশেই বাসা ভাড়া নিয়ে থাকেন। সেই সূত্রে সোনিয়া ও সুরাইয়ার মধ্যে বান্ধবীর সম্পর্ক গড়ে ওঠে।

বুধবার দুপুরে খাওয়ার পর থেকে তাদের দু’জনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে ডাকঘরের পেছনের পরিত্যক্ত লোহার সিঁড়িতে দুই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বিল্লাল হোসেন বলেন, সোনিয়া ও সুরাইয়া সবসময় একসঙ্গে চলাফেরা করত। দুপুরের খাবারও বাসায় খেয়েছে। এরপর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না।

তিনি বলেন, ‘বাসার কারও সঙ্গে রাগ-অভিমানও করেনি কেউ। ঝগড়া–বিবাদও হয়নি। আমার জানামতে, আমাদের কোনো শত্রুও নেই। বুঝে উঠতে পারছি না, কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে, নাকি নিজেরাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘তাদেরকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই রহস্য উদ্‌ঘাটিত হবে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাপসাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শীতার্তদের জন্য জামায়াত আমিরের ক্যাম্পেইন ‘উষ্ণতার আমানত’
  • ০৩ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চাইলেন নোয়াখালীর কোচ সু…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক-সহকারী আটক
  • ০৩ জানুয়ারি ২০২৬
এখন মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে, ডাউনল…
  • ০৩ জানুয়ারি ২০২৬
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় নয়: ভেনেজুয়েলার প্র…
  • ০৩ জানুয়ারি ২০২৬
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বলছে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!