স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

০৭ জুন ২০২০, ০৩:০৮ PM

© ফাইল ফটো

এক গৃহবধূকে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে ওই নারী গতকাল শনিবার বিকালে সাত জনের নামে মামলা করেছেন। এর আগে গত বুধবার রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুস সাত্তার, মো. সোহালে, আবুল কালাম, রিপন, মাসুম, গিয়াস উদ্দিন, নুর আলম।

ঐ নারীর অভিযোগ সূত্রে জানা যায়, ৩ জুন বিকালে সুবর্ণচরের চরবৈশাখী গ্রাম থেকে জমি কেনার উদ্দেশ্যে কবিরহাটের পূর্ব নবগ্রামে স্বামীসহ এক আত্মীয়ের বাড়িতে যান ওই গৃহবধূ। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সমাজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে ৬-৭ জন গৃহবধূর আত্মীয়ের বাড়িতে আসেন। ঘরে ঢুকে এই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্কের কথা বলে তাদের বিয়ের কাগজপত্র দেখতে চান তারা। কিছু বুঝে উঠার আগে গৃহবধূ ও তার স্বামীকে আটক করে বাড়ির পাশের একটি জায়গায় নিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এ সময় আব্দুস সাত্তার ও আবুল কালাম তাদের ছেড়ে দিতে টাকা দাবি করেন। এসময় তার স্বামীকে পিটিয়ে জখম করে ৫-৬ জন মিলে ধর্ষণ করেন ওই গৃহবধূকে।

মামলার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুল কাদের জানান, ঘটনার তিন দিন পর সাত জনের নামে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার সকালে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬