নবম শ্রেণির মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার

২৮ এপ্রিল ২০২০, ০৮:৫৬ PM

© ফাইল ফটো

পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের মালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন ধর্ষিতার বাবা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, মালিকান্দা গ্রামের আলী আকবর বেপারীর ছেলে সাইফুল ইসলাম বেপারী (২২) একই গ্রামের স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে(১৫) বিভিন্ন সময় পথেঘাটে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ছাএীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত সোমবার সকাল ৭ টায় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে পানি খাওয়ার ছলনা করে ঘরের মধ্যে ঢুকে মুখ চেপেঁ ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা হুমকি দিয়ে চলে যায়।

ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে ফিরে এলে তাদেরকে সে বিষয়টি জানায়। ওই দিন রাতে ধর্ষিতার পিতা বাদি হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মামলা নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬