ছাত্রী ধর্ষণের মামলায় রাবির দুই শিক্ষার্থী কারাগারে

১৩ মার্চ ২০২০, ০৯:৪৫ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হল থেকে পুলিশ ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ছাত্র হচ্ছেন- মো. জাহিদ হাসান (২৬) এবং তরুন (২৫)। জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এবং তরুন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। ধর্ষণের শিকার ছাত্রী (১৮) নগরের একটি মেসে থাকতেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসএম হলের পেছনের মাঠে দুই সহপাঠীর সঙ্গে প্রাইভেট পড়তে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পড়া শেষ হলে জাহিদ হাসান ওই ছাত্রীকে গল্প করার প্রস্তাব দিয়ে কাজলা এলাকায় রাজশাহী কমার্স কলেজের পাশে তরুনের বোনের বাসার নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। পরে জাহিদ ওই ছাত্রীকে ধর্ষণ করে। জাহিদ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখায় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে।

তবে বিয়ের কথা বললেও পরবর্তী সময়ে জাহিদ হাসান টালবাহানা শুরু করলে বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রীটির বাবা মতিহার থানায় ওই দুইজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর দিবাগত রাত দেড়টার দিকে মতিহার থানা পুলিশ শাহ্ মখদুম হল থেকে ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই ছাত্রকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬