ছাত্রী ধর্ষণ মামলায় রাবির দুই শিক্ষার্থী গ্রেফতার

১২ মার্চ ২০২০, ০৩:২৮ PM

© সংগৃহীত

ছাত্রী ধর্ষণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের ৩০০ নম্বর রুম থেকে অভিযুক্ত লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন ও সমাজ বিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী তরুন কুন্ডুকে গ্রেফতার করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষন ও সহযোগিতা করার অপরাধে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ঐ ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে সম্পর্ক হয় জাহিদের সাথে। গত ১৫ই ফেব্রুয়ারী কাজলা কর্মাস কলেজের পেছনে অবস্থিত তরুন কুণ্ডুর বোনের বাড়িতে ডেকে নিয়ে জাহিদ ছাত্রীকে ধর্ষণ করে। এরপর এঘটনা কাউকে জানাতে নিষেধ করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

ঘটনার বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা গত বুধবার মতিহার থানায় দুইজনকে আসামী করে মামলা করেন।

এদিকে পুলিশের ভাষ্যমতে, ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬